চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় উপজেলার এখলাশপুর বেড়িবাঁধ এলাকায় অটোরিকশাযোগে পরিবহনের সময় ৫০০ কেজি জাটকা ইলিশ জব্ধ করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এ ছাড়া পরিবহনকারীকে মোবাইল কোর্টের আওতাধীন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫ (১) ধারায় ৫০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ও মৎস্য অফিসের প্রতিনিধি ইমাম হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, মেঘনায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের আওতায় আনা হচ্ছে। জাটকা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন