জুলাই-আগস্ট আন্দোলনে নিহত নরসিংদীর ছাত্রদল কর্মী তাহমিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।
বুধবার (২ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভর নেতৃত্বে শহীদ তাহমিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় শরীফ প্রধান শুভ বলেন, শিক্ষা ঐক্য ও প্রগতির ধারক ও বাহক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল সবসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে রয়েছে। ছাত্রদল তারেক রহমানের নির্দেশনায় আহত এবং শহীদদের পরিবারের সবার খোঁজখবর নিয়েছে এবং ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। যারা চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ছাত্রদল।
মন্তব্য করুন