পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ঝালকাঠির জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচএম মাইসুল ইসলামসহ ১৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯টার দিকে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় তাদের কুপিয়ে জখম করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে ক্রিকেট খেলা নিয়ে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ শহীদ ও মগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আদু হাওলাদারের মধ্যে দুপক্ষের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সালিশিকে কেন্দ্র করে শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে একটি দল এলাকায় প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচএম মাইসুল ইসলামসহ ১৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইসুল ইসলাম বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরও বিএনপির কিছু নামধারী নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে দিচ্ছে। আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দোসররা বিগত দিনে বিএনপির ত্যাগী নেতাদের ওপর হামলা চালিয়েছে আর বর্তমানেও হামলা চালাচ্ছে। আর এর জন্য দায়ী নামধারী এ নেতারা। এখন পর্যন্ত জেলা বিএনপির বা যুবদলের কোনো নেতাকর্মী আমার খোঁজ নেননি। মগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
মন্তব্য করুন