জুলাই-আগস্টে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ।
বুধবার (২ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হরিপুর উপজেলা শাখার ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীর শক্তির উদ্ভব হতে দেওয়া হবে না। গত রমজানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। আজ বাংলাদেশের মানুষ দেশের বিভিন্নস্থানে স্বতঃস্ফূর্তভাবে ইফতার আয়োজন করেছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে।
তিনি বলেন, এদেশে সংস্কৃতির নামে ভারতীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে। থার্টি ফাস্ট নাইট, মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যতম সম্ভাবনার জায়গা হচ্ছে উত্তরবঙ্গ। এ জায়গাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সংস্কৃতিকে এমনভাবে ধারণ করতে হবে, একজন শিক্ষার্থী যেন কোরআন পড়তে না পড়লে সে যেন অনুধাবন করতে পারে তার জীবন বৃথা।
ছাত্রশিবিরের এই নেতা বলেন, গোটা পৃথিবী একমাত্র নিরাপদ ইসলামপন্থিদের হাতে। এক সময় আরাকান মুসলমানরা শাসন করেছিল আবার মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দীন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ আল জিহাদিসহ সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের নেতারা।
মন্তব্য করুন