সিলেটে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগের ৫ নেতাকর্মী আটক করে পুলিশে দিয়েছে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর পাঠানঠুলার মতিন টাওয়ারে মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সাফায়াত খানের বিসমিল্লাহ আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ হোটেল থেকে শ্রমিক লীগের আরও একজনকে আটক করে।
আটকরা হলেন, মহানগর শ্রমিকলীগের সদস্য ও পাঠানটুলার বাসিন্দা মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০), জালালাবাদ থানার রমনী মোহন করের ছেলে রবিন কর (২৩), দিরাইয়ের ভাটিপাড়ার বাসিন্দা জহিরুল হক (১৯), দিরাইয়ের মাটিয়াপুরের বাসিন্দা সোহেল আহমেদ সানি (২৫), নগরীর নাইওরপুলের বাসিন্দা মো. ফাহিম আহমেদ (২৩)।
জানা যায়, বুধবার সকালে সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিলের পরে বিকেলে গোপন বৈঠকের সময় ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজীজ খান সজিব ও মহানগর বিএনপির সদস্য রাসেল আহমদ। পরে তারা পুলিশকে খবর দিলে ছাত্রলীগ ও শ্রমিকলীগের ৫ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ে মিছিল করেছে। আমরা এখন পর্যন্ত চার ছাত্রলীগ কর্মী ও এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছি। বাকি আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন