শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে আ.লীগ নেতা ও সাবেক মেয়রের বাসায় হামলা ও ভাঙচুর

সিলেটের সাবেক মেয়র আনোয়ার ও আওয়ামী লীগ নেতা নাদেলের বাসায় হামলা ও ভাংচুর করা হয়। ছবি : সংগৃহীত
সিলেটের সাবেক মেয়র আনোয়ার ও আওয়ামী লীগ নেতা নাদেলের বাসায় হামলা ও ভাংচুর করা হয়। ছবি : সংগৃহীত

সিলেট নগরে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাউজিং এস্টেট ও পাঠানটুলা এলাকায় এ হামলা চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় এ হামলা হয়।

স্থানীয় সূত্র কালবেলাকে জানায়, সন্ধ্যার পর একদল যুবক মিছিল নিয়ে নগরীর হাউজিং এস্টেটে শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালায়। তারা সিসি ক্যামেরা, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও একই ধরনের হামলা হয়। এ সময় তার বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে হামলাকারীরা।

যুক্তরাজ্যে অবস্থানরত সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হামলাকারীরা ছাত্রদল ও যুবদলের সঙ্গে জড়িত। প্রকাশ্যে মহড়া দিয়ে তারা আমার বাসায় হামলা ও লুটপাট চালিয়েছে। এর আগেও আমার বাসায় এ ধরনের হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। নগরবাসীই এর বিচার করবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমার বাসায় হামলা চালানো হয়েছে, যা আমার পৈত্রিক সম্পত্তি। এখানে অনেক মানুষ বসবাস করেন। সিলেটে আগে এ ধরনের বাসাবাড়িতে হামলার ঘটনা ঘটেনি। ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা এসব ঘটিয়েছে। বিএনপি তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সন্ধ্যার পর একদল যুবক আওয়ামী লীগের নেতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

এদিকে, জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১২ রেমিট্যান্স যোদ্ধা

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে আটক ১

ধর্মীয় সহিংসতার উস্কানি : এবি পার্টির প্রতিবাদ

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য, কড়া বার্তা দিল রাশিয়া

ফেসবুক পোস্টে কমেন্টস নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ 

আগে মেসে থাকতেন, এখন কোটি টাকার গাড়িতে চড়েন : বুলু

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আশার আলো দেখছে পাকিস্তান

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

১০

‘আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে’

১১

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

১২

জানাজায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

১৩

ঈদের চতুর্থ দিনেও পর্যটকে মুখরিত সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো

১৪

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

১৫

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৬

এসিসির নতুন চেয়ারম্যান হলেন মহসিন নকভি

১৭

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস ও মোদি

১৮

সংসদ সদস্য হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর করা হবে : ফারুক

১৯

জব্দ ৫০০ কেজি জাটকা গেল এতিমখানায়

২০
X