ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান মুকুল সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২এপ্রিল) রাত সাড়ে ৯ টায় পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার মার্কেটে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীশংকৈল উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এন্তাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ ফরিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রানীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিন বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সামাজিক, রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি সহকারী অ্যাটর্নি জেনারেল মোস্তাফিজুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন