বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর দেশের গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা করা হয়েছিল। স্বৈরচার সরকারের পতন হওয়ার পর এ দেশে মুক্ত সাংবাদিকতার চর্চা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী দলের সবাই মুক্ত সাংবাদিকতা এবং গণতন্ত্রে বিশ্বাসী।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আয়োজন জরুরি হয়ে পড়েছে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।
বুধবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান সরওয়ার হোসেনের শাহানগরস্থ বাস ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জাফর উল্লাহ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ মুন্না ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম।
এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগর সম্পাদক শাহ নেওয়াজ নাজিম, সদস্য মো, ইউনুছ, দৌলত শওকত, এম. জুনায়েত, কাউসার সিকদার কামাল উদ্দীন, মো. ফজলুল।
মন্তব্য করুন