নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বলাইশিমুল ও ছবিলা গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সন্ধ্যার দিকে ছবিলা ব্রিজের ওপর দুই গ্রামের যুবকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় ছবিলা গ্রামের যুবকেরা বলাইশিমুল গ্রামের যুবকদের মারধর করে। ঈদের পরের দিন মঙ্গলবার বলাইশিমুল গ্রামের লোকজন ঘটনাটি মিমাংসা করার জন্য ছবিলা গ্রামে গেলে বলাইশিমুল গ্রামের লোকজনকে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। পরে বুধবার সকালে বলাইশিমুল গ্রামের লোকজন জড়ো হয়ে ছবিলা গ্রামে আক্রমণ করে দুটি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।
পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০-৩০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কয়েকজন আহত হলেও গুরুতর কেউ নেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন