ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয়।
পুলিশ ওই স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নয়নপুর রাবেয়া মান্নান ভুইয়া উচ্চ বিদ্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক সাংসদ মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা। তবে এ সময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে অতিথি করা হয়েছে বলে অভিযোগ তোলেন জেলা বিএনপির সদস্য কবির আহমদ ভুঁইয়ার পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়ায়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, নয়নপুর রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছিল। এ সময় আমি এ বিষয়ে প্রশ্ন করলে তারা আমার ওপর অতর্কিত হামলা করে। পরে আমি সেখান থেকে বের হয়ে আসি। পরে কী হয়েছে আমি কিছু জানি না।
সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের সমর্থক মুহাম্মদ ইলিয়াসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
কসবা থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মুশফিকুর রহমান পক্ষের লোকজন ও কবির আহাম্মদ ভুইয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন