সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া ফ্যাসিবাদের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কার না করে নির্বাচন হলে নির্বাচিত সরকার তাদের প্রয়োজনে সংস্কার করেন। স্বৈরাচার আওয়ামী সরকার ১৯৭৩ সালের গণতন্ত্র বিলুপ্তি ও বাকশাল কায়েম করেছে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি প্রহসনের জঘন্য নির্বাচন করেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নরসিংদীর শিবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বাড়ৈগাও গ্রামে নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়ের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উওর আঞ্চলিক সংগঠক অ্যাড. শিরিন আক্তার শেলী, নরসিংদী জেলার মুখ্য সংগঠক আবদুল আজিজ ভুইয়া, ছাত্র নেতা ইমতিয়াজ খান বেলালসহ জেলার বিভিন্ন থানার কমিটির নেতারা।
মন্তব্য করুন