বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জের বাজিতপুরের ফাঁকা সড়ক। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের বাজিতপুরের ফাঁকা সড়ক। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাজিতপুর বাজারে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে থেকে অনির্দিষ্টকালের জন্য এ ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার মথুরাপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় কথাকাটাকাটিকে কেন্দ্র করে ঈদের আগে শুক্রবারে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মথুরাপুর ও কৈলাগ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। উপাজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের শনিবার রাতে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পৌর এলাকার পৈলনপুর ও দড়িঘাঘটিয়ার লোকজনও সংর্ঘষে জড়িয়ে পড়ে।

পরে সংবাদ পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এর আগে এক দল দুর্বৃত্ত বাঁশ মহল, সিঅ্যান্ডবি রোডসহ বাজিতপুর বাজরের বিভিন্ন দোকানে হামলা করে ও ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ফলের দোকানসহ অন্তত ৫০টি দোকান ভাঙচুর করে এবং মাছের আড়তে আগুন দেয়। তারাবীহ নামাজ চলাকালে উভয় পক্ষের মহড়ায় বেশ কিছু মানুষ আহত হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে একটি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

রাতে পুলিশ, সেনাবাহিনী বাজার পাহারা দিয়ে রাখে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তখনও বাজিতপুর বাজার ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

ঈদের পরদিন মঙ্গলবার আবার গুজব ছড়িয়ে পড়ে বাজারে যেকোনো সময় হামলা হতে পারে। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে কেউ কেউ দোকানের মালামাল সরিয়ে নিতে উদগ্রীব হয়ে ওঠে। বিভিন্ন দলের স্থানীয় নেতারা বিষয়টির মিমাংসার চেষ্টা সত্বেও ব্যবসায়িকগণ আস্বস্ত হতে পারছেন না। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন আজ অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

এ-সংক্রান্ত বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার সহকারী আশরাফদৌলা বুলবুল জানান, আইনশৃংখলা রক্ষার্থে সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে। যা আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে কার্যকর হবে। তবে সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ এপ্রিল সকাল ১১টায় এলাকার লোকজন মিমাংসায় বসবে। সে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হুসেন কালবেলাকে জানান, সেটা সরাসরি ১৪৪ ধারা নয়। তবে বিশৃঙ্খলা বন্ধে যে কোনো ধারা প্রয়োগ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ভারতে বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

ভূমিকম্পের পর মিয়ানমারে জান্তার ২০ দিনের যুদ্ধবিরতি

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগে মামলা

রাণীশংকৈলে সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুলকে গণসংবর্ধনা

দুর্ঘটনায় নিহত বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্র

প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে

সভাপতিকে মারধর করায় ছাত্রদল নেতা বহিষ্কার

কাল বিটিভিতে রশীদ সাগরের উপস্থাপনায় ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’

দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গান ব্যবহার করছে হাইওয়ে পুলিশ

১০

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

১১

আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি : যুবদল নেতা আমিন

১২

ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে : বকুল 

১৩

ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩

১৪

বিএনপি নেতা খুনে গ্রেপ্তার ৪, পুলিশের সংবাদ সম্মেলন 

১৫

মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

১৬

চট্টগ্রামে বিএনপি নেতাদের ঈদ পালনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি

১৭

মামলা নেন না ওসি, বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কৃষক

১৮

অবসরের পর কী করবেন, জানালেন প্রেস সচিব শফিকুল আলম

১৯

উৎপাদন খরচ উঠছে না পোলট্রি খামারিদের : বিপিএ

২০
X