বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তারকে নিয়ে বিএনপি নেতার নির্দেশে হামলা

আহত সাগরের স্ত্রী-সন্তান। ছবি : কালবেলা
আহত সাগরের স্ত্রী-সন্তান। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

সোমবার (৩১ মার্চ) রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপি নেতা মুক্তাদির রহমান লিপুর নির্দেশে এ হামলা চালানো হয়েছে।

আহতরা হলেন- ডিম ব্যবসায়ী রমিজ উদ্দিন (৩৮), তার স্ত্রী শারমিন (২০), ইমরান (২৭), মোহাম্মদ সাগর (৩০), আব্দুস সামাদ, মোহাম্মদ সাকিব (২২), নুরুল ইসলাম, মুক্তা (৪০), সৌরভ (৪), মিন্টু (৩২) ও আশেক (৫৪)। এছাড়া গুরুতর আহত হয়েছেন মনির (৫৪) ও শিশু লামিয়া (৭)। গুরুতর আহত সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ভাঙচুরসহ নানা অপকর্ম করে আসছিলেন বিএনপি নেতা মুক্তাদির হোসেন লিপুর অনুসারীরা। এর জেরে সোমবার রাতে মতি, ভাগনে রুবেল, বিপ্লব, কামরুল, রাশেদ ও মানিকসহ কয়েকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সাগরের বাড়িতে হামলা চালায়। সাগরকে বাসায় না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে মারধর করে তারা। এ সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়।

আহত মুক্তাদির বলেন, আমরা নিরীহ মানুষ, আমাদের ওপর এভাবে হামলা চালানো হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

আহত সাগর বলেন, আমার বাসায় ঢুকে স্ত্রী-সন্তানকে প্রথমে মারধর করা হয়েছে। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাকে দেখা মাত্র বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আমি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। আশা করি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জানতে মুঠোফোনে মুক্তাদির হোসেন লিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে মারামারি হয়েছে বলে আমি শুনেছি। এ ঘটনায় আমি জড়িত না। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত ওরা সবাই মাদক কারবারি।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট মেয়েটি এখনো জানে না তার মা-বাবা বেঁচে নেই

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই : অধ্যাপক ছারোয়ার

গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণ, দোকানির মৃত্যু

সুবর্ণচরে সুপেয় পানির সংকট নিরসনে পদযাত্রা ও মানববন্ধন

কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার করছেন : রিজভী

রাজউক চেয়ারম্যানের নির্দেশনায় হাতিরঝিলে বোটে যাত্রী পারাপার শুরু

চীনের মহড়ার জবাবে পাল্টা যুদ্ধজাহাজ পাঠাল তাইওয়ান

সাতক্ষীরায় বাঁধ ভাঙন : দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

৩ দিনেও সম্ভব হয়নি বেড়িবাঁধ সংস্কার

১০

শিবির নেতার পিতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ

১১

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

১২

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতাকর্মী আটক

১৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ঢাল হবে উপসাগরীয় দেশগুলো

১৪

সাদা পাথরে বেড়াতে গিয়ে কিশোরীর মৃত্যু

১৫

আ.লীগ মানুষের ধর্মীয় অধিকার কেড়ে নিয়েছিল : গোলাম পরওয়ার

১৬

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন : কাদের গণি

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ‘সক্ষমতা’ নিয়ে এনসিপির অভিযোগ

১৮

গুলশান-বনানী এলাকায় যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা

১৯

প্রথম বাংলাদেশি হিসেবে তোজ্জাম্মেলের বিশ্ব রেকর্ড

২০
X