হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজের পর উপজেলার সদর ইউনিয়নের পুরান মৌড়ি (সরকার দীঘিরপাড়) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি গ্রামের তেরা মিয়ার ছেলে তাহির মিয়ার প্রায় তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আকবর মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা একাধিক বিচার-সালিশে তাদের বিরোধটি নিষ্পত্তি করে দিলেও আবারও দুপক্ষের মধ্যে সামান্য বিষয় নিয়েই বিরোধ দেখা দেয়।
এরই জের ধরে ঈদের নামাজের পর দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আকবর আলীর ছেলে জসিম উদ্দিন (১৭), রুবেল মিয়া (২২), জোছনা বেগম (৪৫), তাহির মিয়া (৪০) ও তার স্ত্রী পারভীন আক্তার (৩৫), হামিদা বেগমসহ (৪৫) কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহুবল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।
আটক হওয়ারা হলেন- পুরান মৌড়ি গ্রামের রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), ফজর আলীর ছেলে জুয়েল মিয়া (৩৫) ও হরিতলা গ্রামের হুরাই মিয়ার ছেলে এরশাদ মিয়া (৪৫) ও কনাই মিয়ার ছেলে আব্দুল আলী (৪৮)।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
মন্তব্য করুন