চাঁদপুরের হাজীগঞ্জ থানার শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে তিনি শহীদ পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও ঈদের উপহার সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি বলেন, আমাদের যুদ্ধের স্পৃহা শহীদ পরিবার। আমরা শহীদ পরিবারের রক্তের শপথ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে, আওয়ামী লীগ ও দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপোষ করবে না। যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন