নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে মো. পাভেল (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
নিহত পাভেল (৩৩) ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে। আর অভিযুক্ত বাবু ওই এলাকার মতিন মিয়ার ছেলে। সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
নিহত পাভেলের বড় ভাই মাসুম বলেন, রোববার (৩০ মার্চ) চাঁদরাতে পাভেল ও পাশের বাড়ির রায়হান বাবু ওরফে ‘কবুতর বাবুর’ মধ্যে কবুতর নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ভোরে ‘কবুতর বাবু’ পিস্তল দিয়ে পাভেলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পাভেলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাভেলকে দিয়ে ওই এলাকার ইয়াবা ব্যবসায়ী বাবু তার মাদক বিক্রি করাতেন। সম্প্রতি মাদকের ১৫ হাজার টাকা না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায় পাভেলকে মারধর করে ও পরে গুলি করে ফেলে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম কালবেলাকে বলেন, অভিযুক্ত রায়হান বাবু এলাকায় মাদক সেবনসহ মাদক ব্যবসা করতেন। তারা দুজনে একসঙ্গে নেশা করতো। মাদক কেনাবেচার টাকার লেনদেন ও ভাগাভাগি নিয়ে হয়তো তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর একপর্যায়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে পাবেলকে যুবককে ডেকে নিয়ে এসে মারধর করে। রাতভর মারধর শেষে তাকে দুই রাউন্ড গুলি করা হয়। পরে ভোরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন