লোকোমাস্টার আব্দুল আউয়াল রানা বলেছেন, কর্মই ধর্ম, কর্মেই মুক্তি। পেশাগত কারণে ঈদের নামাজ আদায় করতে পারিনি। নাড়ির টানে বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে পেরেছি, অপরিহার্য মানসিক শান্তি পাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব কথা লিখেন তিনি। এর আগে সোমবার রাতে তিনি বিজয় এক্সপ্রেস ট্রেন নিয়ে আখাউড়া থেকে চট্টগ্রাম যান। তবে ট্রেন নির্ধারিত সময় থেকে বিলম্বে চলায় নামাজ আদায় করতে পারেননি তিনি।
আব্দুল আউয়াল বলেন, ‘জামালপুর থেকে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে আসে। আখাউড়া থেকে তিনি উঠেন সোয়া তিনটায়। সকাল আটটা ১০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছায়। পথিমধ্যে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় বিলম্ব হয়।’
এদিকে ভৈরব-কিশোরগঞ্জ পথে ঈদ স্পেশাল ট্রেনের চালক তৌহিদুল মোরসালিনও ঈদের নামাজ আদায় করতে পারেননি। তবে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে পেরে তিনি সুখ খুঁজে পেয়েছেন বলে ফেসবুকে লিখেছেন।
চালক মোরসালিন লিখেছেন, ‘ঈদ মানেই পরস্পরের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া। নিজের অবশিষ্টাংশটুকু দিয়ে হলেও শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত পড়া যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়া। নিজের সন্তানকে বাসায় রেখে ডিউটিতে হাজারো প্রাণের টানের মাঝে সুখ খুঁজে নেওয়ার শক্তি রাখি।’
মন্তব্য করুন