মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঈদের দিন দশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করে। সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে ১০ টাকায় গরুর মাংস পেয়েছে ৪২০টি পরিবার।
এ ছাড়াও প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, অসহায় গরিবের পাশে থেকে কাজ করাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।
ব্যতিক্রমী এ বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায় না অথচ বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস পাচ্ছি। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনকে এ কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন ঈদের দিন গরুর মাংস খেতে পারে।
মন্তব্য করুন