সিলেটে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় আয়োজিত এ জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ধর্মীয় ভাবাবেগ, আত্মশুদ্ধি ও জাতীয় কল্যাণের আকাঙ্ক্ষায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত পেশ করেন হাফিজ মাওলানা কামাল উদ্দিন। খুতবা প্রদান ও নামাজ শেষে মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক।
ঈদের নামাজ শেষে লাখো মুসল্লি দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণে প্রার্থনা করেন। পরে ঈদগাহ প্রাঙ্গণে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও মুসাফাহা করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয়টি সকাল সাড়ে ৯টায়। সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে অংশগ্রহণকারী বিশিষ্টদের মধ্যে ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম,বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন