বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারকে অর্থসহায়তা দেওয়া হয়েছে। রোববার (৩০ মার্চ) বিকেলে আছিয়ার বাড়িতে গিয়ে এই অর্থসহায়তা হস্তান্তর করেন ঢাকাস্থ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্যরা।
যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান আছিয়ার মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এ সময় সোহান বলেন, ‘আছিয়ার সঙ্গে যে ব্যক্তি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, দ্রুত বিচারের মাধ্যমে আমরা তার কঠোর শাস্তি চাই।’
এ ছাড়া ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন আলমগীর হাসান সোহান। একই সঙ্গে শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে স্থানীয় দুজন কর্মীকে পরিবারটির সার্বক্ষণিক খোঁজ রাখার দায়িত্ব দেন তিনি।
অর্থসহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ, সাবেক সদস্য জাহিদ হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, শ্রীপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক পারভেজ মোশারফ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কাজী হাসান, সাবেক সহসভাপতি শেখ জামাল, সাবেক দপ্তর সম্পাদক কাজী হাসান, সাবেক সহসভাপতি কামরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবু আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলা কলেজ ছাত্রদলের নেতা সাহেব আলী প্রমুখ।
প্রসঙ্গত, গত ৬ মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের (৫০) লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানে ১৩ মার্চ দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছিয়া।
মন্তব্য করুন