নড়াইলে কাঁচাবাজারে আলুর দর-দামকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মামুন (৫০) নামে এক শ্রমিক ইউনিয়নের নেতাকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাঁচামাল ব্যাবসায়ী ইদ্রিস শেখকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ মার্চ) নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশার চৌরাস্তার কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল্লাহ আল মামুন নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মৃত. ওলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস শেখ গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহ আল মামুন আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। পরে আলুর দাম নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের বেধড়ক পিটুনি দিলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান কালবেলাকে বলেন, ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে আসামি ইদ্রস শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে।
মন্তব্য করুন