দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার রাজবাড়ীর দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের পন্টুনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে রোববার (৩০ মার্চ) ভোর থেকে ফেরিঘাটের পন্টুনে জরুরিভাবে কাজ চলার কারণে সাময়িকভাবে এটি বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আর ঈদের আগে ঘাটের পন্টুনটি বন্ধ থাকায় ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বেড়েছে দুর্ভোগ।
জানা গেছে, ৭নং ফেরি ঘাটের পন্টুনটি রোববার ভোর ৫টা থেকে বন্ধ হয়ে গেছে। পন্টুনের কবজা ভেঙে যাওয়ার কারণে পিনগুলো আলাদা হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে পন্টুনটিতে জরুরিভাবে কাজ চলছে। সে কারণেই ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ফেরি থেকে গাড়ি ওঠানামার সময় ভালো কন্ডিশনের পন্টুন দরকার, তাই দ্রুতই এ পন্টুনটি মেরামতের জন্য কাজ হচ্ছে।
বিআইডব্লিউটিসির টিএ কাজী নবীন কালবেলাকে জানান, পন্টুনের ফিঙার পিন পড়ে যাওয়ার কারণে আপাতত ৭ নম্বর ঘাটের পন্টুনটি বন্ধ আছে। তবে কাজ চলমান রয়েছে। ভোর থেকে পন্টুনের পকেট বন্ধ রয়েছে। দ্রুতই পন্টুনটি সচল করা হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক, মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, দৌলতদিয়ার ৭নং ফেরি ঘাটের ডাউন পকেট ছিঁড়ে গেছে। এ কারণে পন্টুনে ঘাটের পকেটটি বন্ধ রয়েছে। পকেটটি সচল রাখার জন্য কাজ চলছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৭টি ফেরি চলাচল করছে। এ ১৭টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, পন্টুনে ফেরি ভিড়তে গিয়ে পন্টুনের আয়ার ছিঁড়ে গেছে। এ কারণে পন্টুনের পকেট বন্ধ আছে। ঘাটে আমাদের লোকজন আছে। তবে আশা করছি ৭নং ঘাটের পন্টুনের পকেট দ্রুতই সচল হবে। ঘাটটি সচল রাখার জন্য কাজ চলছে।
মন্তব্য করুন