চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। রোববার (৩০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় রোববার সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত মতলব উত্তরের বাবুর বজার মৎস্য আড়ৎ, ছেংগারচর বাজার, এখলাসপুর বাজার অভিযান চালানো হয়। এ সময় ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। সহায়তা করেন মতলব উত্তর থানার ফোর্স।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন