ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গৌরীপুর উপজেলার ভাংনামারী এলাকার নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী আক্তার (২০) ও একই এলাকার মানিকের কন্যা মাহি (১৪)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গৌরীপুরগামী একটি অটোরিকশা সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়া প্রগতি ফিড মিলের সামনে পৌঁছালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চার যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।
মন্তব্য করুন