জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হবে বর্তমানের সরকারের সবচেয়ে বড় সংস্কার। প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে আমরা আহ্বান জানাই; আওয়ামী লীগ শিশু হত্যাকারী-গণহত্যাকারী দল। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই ২৪ গণহত্যার বিচার নিশ্চিত করুন। অন্যথায় রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।
শনিবার (২৯ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইয়াম্মি ক্যাফে রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন শিশির বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার জন্য গণহত্যার বিচার ও রাজনৈতিক শুদ্ধি অভিযান জরুরি। তিনি দাবি করেন, জুলাই বিপ্লবে শহীদদের যথাযথ স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্র হরণ করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ২০০৯ সাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে বিরোধী মত দমন, গুম-খুনের রাজনীতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।
তিনি বলেন, গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতেই হবে। তারা জনগণের ওপর যে দমন-পীড়ন চালিয়েছে, তার বিচার না হলে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যকর নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
এনসিপি এই নেতা আগামী দিনে আরও বড় আন্দোলনের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণআন্দোলন গড়ে তুলব। একইসঙ্গে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ একই সময়ে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্য সচিব মো. রাশেদুল হাসান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বৃহত্তর লাকসাম অঞ্চলের সংগঠক লুৎফুল হাসান রুমী, জামানস ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বদিরুজ্জামান, লাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতা মাজহারুল ইসলাম ছুপু, আইএফএস (IFS)-এর পরিচালক এস এম আমিনুল হক মাওলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
উপস্থিত নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির নাংগলকোট উপজেলার সংগঠক মাহফুজ আজিম।
মন্তব্য করুন