চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চার শহীদ পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শহীদ চার পরিবার হলো- সাতক্ষীরার দেবহাটা আস্করপুরের মাহমুদ আলমের ছেলে শহীদ আসিফ হাসান, আরেজ আলীর ছেলে শহীদ আনাস বিল্লাহ, রহিম সরদারের ছেলে শহীদ আলম সরদার ও আশাশুনির প্রতাপনগরের নূর হাকিমের ছেলে শহীদ আবুল বাশার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেডআরএফের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. আইয়ুব হোসেন (মুকুল)। এছাড়াও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকুজ্জামান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান এবং মো. আবুল কালাম আজাদ (বকুল)।
আরও উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা জাসাস এর আহ্বায়ক মির্জা আছাদুজ্জামান, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম,সহ-সভাপতি আ. হান্নান, নলতা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম (ওসমান), সদস্য সচিব মো. হাবিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহিনুর রহমান, নলতা ৫ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি কুদ্দুস প্রমুখ।
মন্তব্য করুন