গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেছেন, শেখ হাসিনা দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছিলেন। শেখ হাসিনা ও তার পরিবারের সবাই দুর্নীতিগ্রস্ত।
শনিবার (২৯ মার্চ) সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় নিজের বাসভবনের সামনে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এই উপহার বিতরণ কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিচালিত হয়।
পাপ্পু বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব না হলে বাংলাদেশ আজ ভারতের প্রভাবে চলে যেত। আজ আমরা যে মানুষের পাশে দাঁড়াতে পারছি, তা সেই আন্দোলনের ফল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতিদলের আহ্বায়ক তাজুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া এবং বিএনপি নেতা আলী আহমেদ টুকুসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন