হবিগঞ্জে এতিমখানার এক শিশুকে চুরির অপবাদে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৯ মার্চ) সকালে শহরের রাজনগর এলাকায় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন- নুরুল হক ও জসিম।
ভুক্তভোগী শিশুরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ইসলামিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানসহ কয়েকজন পাশের নির্মাণাধীন একটি ভবনের ছাদে ঘুড়ি উড়াতে যায়। সেখানে প্যান্টের একটি বেল্ট পড়ে থাকতে দেখে উঠাতে যায় সে। এ সময় ভবনের নির্মাণশ্রমিক নাঈমকে আটক করে চুরির অপবাদ দেয়। পরে শিশুটিকে খুঁটিতে বেঁধে মারধর করে ভবনের মালিক, এতিমখানার পরিচালনা কমিটির সদস্য নুরুল হক ও জসিম নামে এক ব্যক্তি। এ সময় শিশুটিকে কাঁদতে দেখে তার সহপাঠীরা বিষয়টি জানতে পারে। রাতে স্থানীয়রা পুরো ঘটনা জানতে পেরে এতিমখানার পাশে নুরুল হক ও জসিমকে ঘেরাও করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, শনিবার সকালে নির্যাতিত শিশুর মা পারুল বেগম বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন