কুমিল্লার বরুড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- বড় হরিপুরের বটখালী গ্রামের সফর আলীর ছেলে কবির হোসেন ও দেলোয়ার হোসেন।
জানা গেছে, সদর আর্মি ক্যাম্প (২৩ বীর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবিরের কক্ষ থেকে ২২ ইঞ্চি লম্বা দেশীয় অস্ত্র এবং পাম্প হাউস থেকে ১২ বোর শটগানের গুলিসহ একটি শটগান উদ্ধার করা হয়। অন্যদিকে, দেলোয়ার হোসেনের ওয়ার্ডড্রপ তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া আরও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কবির ও দেলোয়ার দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, অস্ত্র, গুলি, ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে দুই ভাইকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন