জামিনে মুক্তি পেয়ে গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রাতে সাইফুল ইসলামের দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, গোলাপের পাপড়ি মেশানো দুধের বালতি থেকে মগে করে দুধ উঠিয়ে সাইফুল ইসলাম গোসল করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম। পরে তাকে কারাগারে পাঠান আদালত। বুধবার (২৬ মার্চ) তিনি জামিনে মুক্তি পান।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছি।
মন্তব্য করুন