পিরোজপুরের কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা জানান, রাতে তারা একই এলাকার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর জন্য রাঢ়ীর হাটে যায়। এ সময় কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল রাঢ়ী এবং তার ভাই যুবলীগের নেতা রহমত রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এরপর স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে খুলনায় পাঠানো হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার খবর পেয়ে পিরোজপুর সদর হাসপাতালে ছুটে যান পিরোজপুর জেলা ও কাউখালী উপজেলা বিএনপির নেতারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন