বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোগাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রাতে তালতলী উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্যাটারিচালিত অটোগাড়ির সিরিয়াল নিয়ে জলিল মৃধা ও রাজিব ফকিরের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
দুপক্ষের সংঘর্ষে জলিল মৃধা (৩৬) এমাদুল (২৫), রিপন মৃধা (৫০) ও রাজিব ফকির (৩২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, জলিল মৃধা ও রাজিব মৃধার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকলেই বিএনপি সমর্থক।
আহত রিপন মৃধার ভাইয়ের ছেলে হৃদয় মৃধা বলেন, রাজিব ফকির ২০-২৫ জন বিএনপির নেতাকর্মী নিয়ে আমার চাচার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে। এতে চাচাসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
আহত রাজিব ফকিরের বন্ধু ইলিয়াস ফরাজী বলেন, জলিল মৃধার ভাইয়ের ছেলে লাউপাড়া বাজারে অটোগাড়ি সিরিয়াল ভেঙে জোরপূর্বক গাড়ি চালাতে চেষ্টা করে। এতে জামাল নামের একজনে বাধা দিলে তাকে মারধর করেছে। রাজিব এ বিষয়টির প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করেছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন