ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, সমাজব্যবস্থার পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতার কয়েক যুগ পেরিয়ে গেলেও আমাদের সমাজব্যবস্থার আমূল কোনো পরিবর্তন ঘটেনি। সমাজব্যবস্থার পরিবর্তনের মাধ্যমেই রাষ্ট্রীয় ব্যবস্থারও পরিবর্তন ঘটবে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোজাদারদের সম্মানে রানীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
ড. মোবারক হোসাইন বলেন, স্বাধীন বাংলায় বৈষম্যের কারণে এখনও মানুষ মানবেতর জীবনযাপন করছে। সমাজব্যবস্থায় বৈষম্যমূলক আচরণের অবসান ঘটাতে হবে। সমাজব্যবস্থায় বৈষম্য দূর করে প্রতিটি শ্রেণিপেশার মানুষের পরিবর্তন ঘটাতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ জন্য মানবকল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়েছে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। প্রতিটি শ্রেণিপেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও বৈষম্যহীন একটি সুন্দর রাষ্ট্রব্যবস্থার জন্য। এ দেশের মানুষের আকাঙ্ক্ষার পথ সুগম করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
ছন্দুল হোসেন মাস্টারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন পীরজাদা এস এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মনির হোসেন।
মন্তব্য করুন