বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা জসিম সিকদার। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাউজান পৌরসভার সুলতান পুর সিকদার ঘাটা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বক্তব্যে জসিম সিকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চান। এ জন্যই তিনি রাষ্ট্র সংস্কারে ৩১ দফা উপস্থাপন করেছেন। এর বাইরেও যদি রাষ্ট্র সংস্কারের ভালো কোনো প্রস্তাব থাকে তাহলে তাও তিনি গ্রহণ করতে প্রস্তুত। বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কার করবে।
সিকদার বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণকে তাদের ভোটাধিকার ফেরত দিন, রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে।
জসিম সিকদার আরো বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছে, জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপি আজ অনেক শক্তিশালী। দলটিকে যারাই ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে। বিএনপি কোথায় আর যারা দলটিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? তাই বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সংসদ দেখতে চায়। আমাদের দল বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে। প্রয়োজনে আবারও ত্যাগ শিকার করতে প্রস্তুত।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড় বিএনপির সহসভাপতি মুবিন, ৭ নং ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক নরু উদ্দিন, সদস্য বেলাল, সদস্য কাশেম, সদস্য লিটন, আকরাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৬নং ওয়ার্ড় বিএনপির সদস্য হোসেন, অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য করুন