সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩২
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৬:০৯ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৭:০৫ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে হাঁস যাওয়া নিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে আরাফাত উল্লাহ্‌র বিলাতী ও রেনু মিয়ার চিড়ার গোষ্ঠীর মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামের আরাফাত উল্লাহ্‌র বিলাতী ও রেনু মিয়ার চিড়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একমাস পূর্বে জমিতে হাঁসের ধান খাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও হয়েছে।

ঘটনার দিন শুক্রবার জুম্মার নামজের পর পূর্ব শত্রুতার রেশ ধরে ফুটবল হারানোকে কেন্দ্র করে পূর্বপাড়ার চিড়ার গোষ্ঠীর সামসু মিয়ার সঙ্গে বিলাতী গোষ্ঠীর জমসেদ মিয়া ও তার ছেলেদের বাগবিতণ্ডা হয়। বিষয়টি দুই গোষ্ঠীর লোকজনদের মাঝে ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে দফায় দফায় হামলা-পাল্টা হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সংষর্ষে নারী ও শিশুসহ প্রায় অর্ধশত লোক আহত হয়।

এ বিষয়ে চাতলপাড় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম পাঠান বলেন, বিলাতী ও চিড়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একমাস আগেও জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষ হয়েছিল। এ নিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিশও হয়েছে, কিন্তু কোনো পক্ষই বিরোধ মেটায়নি।

সংঘর্ষের বিষয়ে ঘুজিয়া খাইল পূর্ব পাড়ার বিলাতী গোষ্ঠীর আরাফাত উল্লাহ্‌ বলেন, জমির ফসল নিয়ে একমাস আগে আমার গোষ্ঠীর আয়দর আলীকে রেনু মিয়ার লোকজন মারধর করেছিল। এ ঘটনায় আমরা মামলা করেছিলাম। বৃহস্পতিবার তারা ওই মামলায় জামিন নেয়। এসবের ধারবাহিকতায় শুক্রবার অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করেছে।

চিড়ার গোষ্ঠীর রেনু মিয়া বলেন, প্রথম রোজার দিন জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে পূর্বপাড়ার সাদেক মিয়ার সঙ্গে আয়দর আলীর ঝগড়া হয়। পরে তারা আমাদের বিরুদ্ধে মামলা করে। আমরাও মামলার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বিরোধ না বাড়ানোর মানসিকতা নিয়ে আমরা শেষ পর্যন্ত এসবে যাইনি। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশও হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। শুক্রবার মসজিদের মধ্যে ফুটবল হারানো নিয়ে সামসু মিয়ার সঙ্গে জমসেদ মিয়া ও তার ছেলেদের তর্ক হয়। পরে জমসেদ মিয়ার লোকজন আমাদের ওপর হামলা করে।

নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় একমাস আগে জমিতে হাঁস যাওয়া নিয়ে ঘুজিয়াখাইল গ্রামের বিলাতী ও চিড়ার গোষ্ঠীর দুপক্ষে সংঘর্ষ হয়েছিল। এরই রেশ ধরে আজ ফের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের একদিন আগে একসঙ্গে ৩ ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা

ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

জানালার ওপার থেকে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান

মিয়ানমারে মানবিক সংকটের মধ্যেই বোমাবর্ষণ জান্তা সরকারের

এপ্রিলের জ্বালানি তেলের দাম নির্ধারণ

ঈদের নামাজ শেষে জিলাপির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ

ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার উপায় খুঁজছেন ট্রাম্প!

১০

জেলেনস্কির খনিজ চুক্তি ইস্যুতে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

১১

জোকোভিচকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন মেসির ছেলে

১২

বোমা হামলার হুমকি ট্রাম্পের, জবাবে প্রস্তুত ইরান?

১৩

আ.লীগের ফেরার সুযোগ নেই : মিল্লাত

১৪

ঈদে ১০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

১৫

মার্কিন যুদ্ধবিমান এবং ইরান : ভারত মহাসাগরে কী ঘটতে চলেছে?

১৬

ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা দ্বিগুণের বেশি

১৭

কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন মির্জা আব্বাসের

১৮

‘বাংলাদেশ ডে প্যারেড’ মাতাবেন জায়েদ খান

১৯

ধোনির ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশার অবসান ঘটালেন ফ্লেমিং

২০
X