কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হাজং পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কেফায়েত বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপির হাজং পাড়া এলাকার নুর হোছেন প্রকাশের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কেফায়েত উল্লাহ তার বাড়িতে অবৈধ তিনটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলিসহ অবস্থান করছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি এলজি, ১১টি কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচার আইনে ১১টি মামলা রয়েছে।
মন্তব্য করুন