আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে একটি মানবতাবিরোধী সরকার কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (২৮ মার্চ) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আবু নাসের বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিস্ট হাসিনা। দেশজুড়ে লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলাম ও মানবতাবিরোধী সরকার কায়েম করে। রাতের আঁধারে ভোট চুরির মাধ্যমে বারবার অবৈধভাবে ক্ষমতার মসনদে আসীন হয়। যেহেতু জনগণের ভোট ছাড়াই আওয়ামী লীগ ক্ষমতা দখল করে, এজন্য জনকল্যাণমুখী কোনো কর্মকাণ্ড বাস্তবায়নই করেনি তারা। উল্টো দেশকে বারবার বিপদের সম্মুখীন করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল তারা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। জনগণের প্রতি তার দ্বায়বদ্ধতা ছিল নিরন্তর। যতবারই নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন, ততবারই মানুষ ও দেশের উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, প্রতিহিংসার রাজনীতিতে জর্জরিত হয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ শত প্রতিকূলতার মাঝেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা বিবেচনায় দেশেই থেকে দেশপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অন্যায়ের কাছে কখনো আপস করেননি বলে আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে আস্থা অর্জন করে রয়েছেন।
আবু নাসের বলেন, সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা বিদেশে বসেও দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলার মাটিতে আর স্বৈরশাসকের ঠাঁই হবে না। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
চরমোনাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম রাঢ়ির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হাওলাদার, বরিশাল জেলা শাখার সহসভাপতি আসিফ আল মাসুম, ইলিয়াছ আহমাদ, মহানগর ছাত্রদলের সহসভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাওলাদার, পানু আতিকুর রহমান, পান্নু চৌকিদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান সৌরভ, সিনিয়র সহসভাপতি রিফাত হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন