বরগুনার আলোচিত সেই ধর্ষিত কিশোরীর স্বজনদের ঈদ উপহার পাঠিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মুহা. শফিউল আলম।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদের পাঠানো এ উপহার সেই কিশোরীর মায়ের হাতে পৌঁছে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা।
বরগুনা জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টার নির্দেশনায় বরগুনার সেই কিশোরীর মায়ের হাতে আর্থিক সহায়তার নগদ ২৫ হাজার টাকা, তিন বোনের জন্য ঈদের জামা, মা ও দাদির জন্য ঈদের শাড়ি এবং ঈদের খাদ্য সামগ্রী চাল, চিনি, লবণ, তেল, সেমাই ইত্যাদি তুলে দেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
মন্তব্য করুন