গার্লস ইন স্কাউটস্ দিবস উপলক্ষ্যে জাতীয়ভাবে অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় বাগেরহাটের শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হয়েছে। রংপুরের মিলেনিয়াম স্টার স্কুলকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে প্রত্যন্ত অঞ্চলের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস্ কেন্দ্রীয়ভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
এর আগে প্রথম রাউন্ডে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় রাউন্ডে পাবনার আলহেরা একাডেমি এবং সেমিফাইনালে কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।
শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট টিমে রয়েছে প্রতিষ্ঠানটির মেধাবী ছাত্রী নবম শ্রেণীর ফাতেমা-তুজ-জোহরা বন্যা (দলনেতা), অষ্টম শ্রেণীর হানিয়া আকতার ও মারিয়া আকতার।
সুন্দরবনের কোলঘেঁষা পিছিয়ে পড়া শরণখোলার শিক্ষার মানোন্নয়নে ২০১২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্তমান যুগ্ম সচিব ড. কে এম মামুন উজ্জামান শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
মন্তব্য করুন