বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জয়পুরহাটের সদর উপজেলার হিছমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম দুপচাঁচিয়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে কোর্টপাড়া মহল্লার মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। আহত শাহনেওয়াজ তালুকদার সৈকত (৩২) দুপচাঁচিয়া পৌর এলাকার বোরাই তালুকদারপাড়ার শহীদ তালুকদারের ছেলে।
জানা গেছে, ব্যবসায়িক কাজে রফিকুল ইসলাম তার সহযোগীকে নিয়ে মোটরসাইকেল যোগে সন্ধ্যায় জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়। জয়পুরহাটের সদর উপজেলার হিছমী এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন দুজন। তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মন্তব্য করুন