পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় ভিজিএফের চাল না পাওয়ায় বিক্ষোভ করেছেন কার্ডধারী জেলেরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে কুয়াকাটা পৌরসভার সামনে চাল বিতরণকালে শতাধিক জেলে বিক্ষোভ মিছিল করেন।
তাদের একজন আব্দুর রহিম বলেন, আমাদের কাছে কার্ড আছে। কিন্তু ঈদের আগমুহূর্তে আমরা চাল পেলাম না। সাগরে মাছ নেই। পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি।
আরেক জেলে মো. ইউসুফ বলেন, প্রকৃত জেলেদের চাল না দিয়ে মুখ দেখে দেখে চাল দেওয়া হয়েছে। আমার দাবি প্রকৃত জেলেরা পাক। কিন্তু জেলে না তারাই চাল ছাড়িয়ে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, ঈদের আগে ৮০০ জেলের তালিকা এসেছে। যেহেতু চাল কম আসছে। তাই কিছু জেলে চাল পাবেন না, এটাই স্বাভাবিক। আমরা যাচাই-বাছাই করে চাল বিতরণ করছি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সরকার যে পরিমাণে চাল দিয়েছে তার চেয়ে বেশি পরিমাণে কার্ডধারী জেলেদের সংখ্যা বেশি। তাই কিছু জেলেরা বাদ পড়ছে। কিছু দিন পরে আবারও নতুন জেলেদের সংখ্যা যাচাই বাচাই করেই চাল দেওয়া হবে।
মন্তব্য করুন