কুমিল্লার দাউদকান্দি উপজেলায় টানা ৬০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল উত্তর হাসানপুর গ্রামের ৩৪ শিশু। দাউদকান্দি উপজেলা ছাত্রশিবির এ পুরস্কার দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় বাইতুন নূর জামে মসজিদে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। বাহেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক রুবেল।
পুরস্কার বিতরণী পূর্ব আলোচনায় অতিথিরা বলেন, এলাকার শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং তাদের নামাজমুখী করতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংসগঠন এলাকাবাসী ও প্রবাসীদের এ ধরনের কার্যক্রম উৎসাহিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির কুমিল্লা পশ্চিম জেলার সেক্রেটারি শাকিল আদনান, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, জসীম উদ্দিন মাহবুব, ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সাইজুদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবুবকর সিদ্দিক।
মন্তব্য করুন