কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ও তার দোসরদের সুযোগ দেওয়া যাবে না : আজাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

পতিত আওয়ামী লীগ ও তার দোসরদের সুযোগ দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, যারা গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে তাদের দিয়ে দল ভারী করা যাবে না। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধ করে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আড়াইহাজার উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এ দোয়া ও ইফতার মাহফিল হয়। আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম প্রমুখ।

তিনি বলেন, তারেক রহমান ৩১ দফা রুপরেখার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান। সেই লক্ষ্যে আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি। আজকে বিশেষ কয়েকটি দল উল্টা-পাল্টা কথা বলে। কিন্তু এই দীর্ঘ সময়ে তারা কোথায় ছিল? কেউ কি কোথাও তাদের দেখেছে? তারা আওয়ামী লীগের দালালি করেছে। আড়াইহাজারে (নারায়ণগঞ্জ) নজরুল ইসলাম বাবুর দালালি করেছে। আজকে তারা ট্যাক্স ফ্রি মুখ দিয়ে বড় বড় কথা বলছে। তারা আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দল ভারী করার চেষ্টা করছে। দলের (বিএনপি) নেতা বানাচ্ছে। আওয়ামী লীগের ওপর ভর করে বড় দল বানাতে চায়।

নজরুল ইসলাম আজাদ বলেন, মনে রাখবেন ১৭ বছর যারা নির্যাতন করেছে তাদের দিয়ে দল ভারী করার কোনো সুযোগ হবে না। বিশেষ করে আড়াইহাজারে সেই সুযোগ হবে না। কেননা আমাদের অনেকেই নিজেদের শেষ সম্বলটুকু হারিয়েছেন। অনেকেই বাসা-বাড়িতে থাকতে পারেনি। ব্যবসায় প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগ ও তাদের দোসরদের আর সুযোগ দেওয়া যাবে না। গত ১৭ বছরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের সফলতা এসেছে চব্বিশের ৫ আগস্ট।

তিনি বলেন, আজকে রোজার মাসে আমাদের নেতা তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় আমরা যে ইফতার মাহফিল করতে পেরেছি তাতে সারাদেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে। বিগত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। গণতন্ত্র হরণ করেছিল খুনি হাসিনা। আজকাল অনেক রাজাকারও নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করছে! আসলে সময়ের প্রয়োজনে অনেকেই অনেক কথা বলবে। আপনারা সকলে সতর্ক ও সজাগ থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ে-নাতিনিদের নিয়ে ঈদ করা হলো না কুলছুমার

কুমিল্লায় চাঁদরাতে ঈদ র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা 

ইরানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

দুই সহস্রাধিক পরিবারকে ‘ঈদ উপহার’ তারেক রহমানের

নির্বাচনের রোডম্যাপ না দেওয়া রাজনৈতিক অনভিজ্ঞতা : মির্জা ফখরুল

যেসব উপদেষ্টাকে সরিয়ে দিতে পরামর্শ দিলেন মির্জা ফখরুল

পাটুখালী পায়রা যুব সংঘের ঈদ সামগ্রী বিতরণ

চব্বিশের শহীদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন আমিনুল

দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলে কত টাকা পেলেন?

১০

আমার মুক্তির জন্য আপনারাই রাজপথে দাঁড়িয়েছিলেন : শাকিল

১১

বিভাগীয় শহরগুলোতে ঈদ জামাত কখন

১২

তারেক রহমানের নির্দেশে ২৫ হাজার রোজাদারকে ইফতার করালেন মামুন

১৩

রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত

১৪

খুলনায় পুলিশের ওপর ৮০ থেকে ৯০ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা

১৫

চোখ তুলে নেওয়া সেই বেয়াইয়ের মৃত্যু, বেয়াইন গ্রেপ্তার

১৬

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

১৭

তীব্র মানবিক সংকটে মিয়ানমার, খালি হাতে উদ্ধার অভিযান

১৮

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

১৯

জনগণ ১৭ বছর প্রার্থনা করেছে স্বাধীন দেশে ঈদ উদযাপনের : তারেক রহমান

২০
X