চট্টগ্রামে দুটি পুরোনো মর্টার শেল পাওয়া গেছে। নগরীর চান্দগাঁওয়ের কালুরঘাট এলাকায় এ মর্টার শেলগুলো পাওয়া যায়।
স্থানীয় পর্যায় যোগাযোগ করে জানা যায়, সোমবার (১৭ মার্চ) স্থানীয় লোকজন ও শ্রমিকরা একটি খাল খননের সময় এক্সাভেটরের সাহায্যে মাটি সরাতে গেলে মর্টার শেল দুটি পাওয়া যায়।
কাউন্টার টেরোরিজম বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. গোলাম রুহুল কুদ্দুস জানান, ‘আমাদের ইউনিটের সদস্যরা মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করার জন্য তাদের তত্ত্বাবধায়নে রেখেছেন।’
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, ‘সোমবার খনন কাজ চলাকালে মর্টার শেল পাওয়ার কথা আমাদের জানান শ্রমিকরা। ঘটনাস্থল পরিদর্শনের পর আমরা এলাকার নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনীকে জানাই। তবে তারা ব্যস্ত থাকায় আমরা কাউন্টার টেরোরিজম বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বিষয়টি জানানো হয়।’
মন্তব্য করুন