বগুড়ার মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক সাইট জাহাজঘাটায় বন্ধের পর প্রবেশ করতে না দেওয়ায় এক নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে।
এ সময় এনসিপির নেতাকর্মীর পরিচয়ে জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানাসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে মহাস্থান জাদুঘর-সংলগ্ন জাহাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (২৬ মার্চ) মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগের বিষয়ে এনসিপির কারও বক্তব্য পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জিডির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান জিডিতে এনসিপির নেতাকর্মী পরিচয়ে নিরাপত্তাকর্মীর ওপর হামলা ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগ করলেও কারও নাম-পরিচয় উল্লেখ করেননি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিডিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাসে মহাস্থান জাদুঘর ও মহাস্থান প্রত্নস্থল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মহাস্থান জাদুঘরসহ জাহাজঘাটা ও গোবিন্দভিটা প্রত্নস্থল বন্ধ হয়ে যায়। পরে তারা প্রবেশ করতে গেলে বাধা দেওয়ায় মারধর করা হয়।
জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা বলেন, জাদুঘর ও প্রত্নস্থল বন্ধ হওয়ার প্রায় আধাঘণ্টা পর বিকেল ৫টায় ২০-২৫ জন তরুণ নিজেদের এনসিপির নেতাকর্মী পরিচয় দিয়ে জাহাজঘাটা প্রত্নস্থলে প্রবেশ করতে চান। জাদুঘর থেকে বেশ দূরে হওয়ায় চাবি নিয়ে জাহাজঘাটা প্রত্নস্থলে গিয়ে খুলে দিতে পাঁচ মিনিটের মতো দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ভেতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা জাদুঘরের কর্মচারী বাপ্পী মিয়ার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এরপর হামলাকারীদের একজন মোবাইল ফোনে তাকে কল করে জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
এ বিষয়ে এনসিপি জেলার দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন