কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি দায়ে করেন।
আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে -এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
বাদি পক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার বিকেলে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজিচালিত অটো রিকশাচালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর আগে উল্লিখিত অন্য আসামিরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
এর আগে ২৪ শে মার্চ রাতে সিএনজিচালিত অটো রিকশাচালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে আসলে তাকে ছাড়ানো জন্য সেখানে যায় স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে মুরাদনগর থানায় পৃথক দুটি মামলা করেন। এর প্রতিবাদে মুরাদ নগরের কোম্পানীগঞ্জ এলাকায় বুধবার আধাবেলা সব পরিবহন ও বৃহস্পতিবার দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করে পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা।
মন্তব্য করুন