কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলার মক্রবপুর ইউপির মক্রবপুর মধ্যমপাড়া গ্রামে হিচ্ছি পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা আপন খালাতো ভাই ও বোন। সম্প্রতি তারা নানা বাড়িতে বেড়াতে আসে।
তারা হলেন ফেনীর বিপ্লবের ২৩ মাসের ছেলে রাব্বি ও মক্রবপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে জান্নাত (৩)। ওই গ্রামের এমরান হোসেনের নাতি ও নাতনি।
নিহতের নানা এমরান হোসেন জানান, সকালে পরিবারের অজান্তে খালাতো ভাই ও খালাতো বোন পুকুরে ডুবে মারা যায়। এরপর পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে ১২টার দিকে পুকুরের পানিতে দুজনের লাশ ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করা হয়। নাতি রাব্বি ও তার মা গত ১৫ দিন আগে বেড়াতে এসেছে।
স্থানীয় জাকের হোসেন (৫৫) জানান, সকালে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এখন পর্যন্ত ১০ বছরে হিচ্ছি পুকুরে ডুবে সর্বমোট ৫ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।
মন্তব্য করুন