সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা। জেলার ৮টি থানায় চলতি মার্চ মাসে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ১৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯টি ঘটনাই ৫ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরীদের ওপর ঘটেছে। এছাড়াও গণধর্ষণের ঘটনা ঘটেছে দুটি। ধর্ষণচেষ্টার ঘটনা ৩টি বাকি ১০টিতেই ধর্ষণের স্বীকার হয়েছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) জেলার বিভিন্ন থানায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। এসব ঘটনায় মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ১১ আসামি পলাতক রয়েছেন।
জানা যায়, জেলার সদর থানায় চলতি মাসে ৪টি ধর্ষণের ঘটনা ঘটে। মেছড়া ইউনিয়নের নেকিবাড়ি গ্রামে ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে একাদশ শ্রেণিতে পড়ুয়া তিন শিক্ষার্থীর হাতে গণধর্ষণের শিকার হয় ১৩ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১ মার্চ সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার সব আসামি পলাতক রয়েছে।
গজারিয়া মামা বাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হন উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া গ্রামের ২৭ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় একজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। ওইদিনই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাঁতীতে ১৬ বছর বয়সী এক কিশোরের হাতে ধর্ষণের স্বীকার হয় ৮ বছর বয়সী এক শিশু। অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। ২৫ মার্চ ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা হয়।
রায়গঞ্জ : ৯ মার্চ সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে শিশু যত্নকেন্দ্রে পড়তে গিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষিকার ছেলে ১২ বছর বয়সী কিশোর মোহাম্মদ আলীর হাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পরদিনই তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। ১৪ মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালি গ্রামের ৩৭ বছর বয়সী এক গৃহবধূ তার স্বামীর বাড়ি বগুড়া জেলার শেরপুরে যাওয়ার পথে চান্দাইকোনা এলাকার কেয়া ইটভাটা শ্রমিকদের হাতে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিম নিজেই।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, গৃহবধূ গণধর্ষণের মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কাজিপুর : কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নের কালিকাপুর গ্রামরে এক তরুণী আলমগীর কবির (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ১১ মার্চ মামলা দায়ের করেন। অভিযুক্ত আলমগীর গ্রেপ্তার হয়েছেন।
১৩ মার্চ উপজেলার হরিণাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলগেট থেকে অপহরণ করে নিয়ে যায় জীবন মিয়া (২০) নামে এক যুবক। ২২ মার্চ তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি জীবন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছেন।
বেলকুচি : গত ২০ মার্চ সকালে বেলকুচি উপজেলার কামারপাড়া এলাকায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় হাজী আব্দুস সালাম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
সলঙ্গা : ইটভাটার রান্নার কাজের মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এরান্দহ গ্রামের গোলাপ হোসেনকে (৩৪) আটক করা হয়েছে।
উল্লাপাড়া : উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকায় ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোশারফ হোসেন (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
এনায়েতপুর : এনায়েতপুরের একটি বোর্ডিংয়ে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩৪ বছর বয়সী স্বামী পরিত্যক্তা এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ধর্ষক হিটলারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিন আসামিকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তাড়াশ : ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গত ১৫ মার্চ আলমাস আলী নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, চলতি মাসে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো তদন্তাধীন রয়েছে। অধিকাংশ আসামি গ্রেপ্তার আছে, যে বাকিগুলোকে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন