কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিমুলকান্দি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
ভৈরব থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে বুধবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি দ্বীন ইসলাম ট্রান্সপোর্ট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার ওপর হামলার একজন পরিকল্পনাকারী। এছাড়াও তিনি ভৈরব থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। সকালে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন