সুন্দরবনের গহিনে অবৈধ হরিণ শিকারের ঘটনা ঘটছে প্রতিনিয়তই। বন বিভাগ এবার অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। তবে হরিণ শিকারিরা অভিযান বুঝতে পেরে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের সন্যাসির খাল থেকে ৫০ কেজি হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয়।
কোবাদক স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সুন্দরবনের সন্যাসির খালে নিয়মিত টহলকালে দূর থেকে একটি নৌকা দেখতে পেয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। তাদের দেখে সন্দেহ হলে তাদের নৌকা থামাতে বললে তারা নৌকা ফেলে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া নৌকার কাছে গিয়ে নৌকা তল্লাশি করে হরিণের মাংস ও সরঞ্জামাদি জব্দ করি।
হরিণ শিকারিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস পচনশীল হওয়ায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
মন্তব্য করুন